![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পাঁচটি স্মার্টফোন মডেলের উপর বিশেষ ছাড় দিচ্ছে টেকনো।
সুপার উইন্টার অফারের আওতায় থাকা মডেলগুলো হলো ক্যামন আই স্কাই ২ এর দুটি সংস্করণ, ক্যামন আই, পপ ১ এস প্রো ও পপ ১ এস।
ক্যামন আই স্কাই২ এর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম সংস্করণের মূল্য ১৩শ’ টাকা কমানো হয়েছে। ফোনটির ২ জিবি র্যাম ও ১৬ জিবি রম সংস্করণের মূল্য কমেছে এক হাজার টাকা।
এছাড়া, ক্যামন আই এর দাম ১৫শ’ টাকা, পপ১ এস প্রোর দাম এক হাজার টাকা ও পপ ১এস ফোনে পাঁচশ’ টাকা কমানো হয়েছে।
এছাড়াও, টেকনো স্মার্টফোনে পাওয়া যাবে একশ’ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট সুবিধা ও ১৩ মাসের ওয়ারেন্টি।
এজেড/ডিসে ০৬/২০১৮/১৭০৩
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি