![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলকে হারিয়ে পরিধান গ্যাজেটের বাজারে শীর্ষস্থানে উঠেছে চীনা জায়ান্ট শাওমি। তালিকায় তৃতীয় স্থানে আছে ফিটবিট।
ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) জানিয়েছে, বিশ্বজুড়ে তৃতীয় প্রান্তিকে ওয়্যারেবল ডিভাইস সরবরাহ করা হয়েছে ৩ কোটি ২০ লাখ।
তিন মাসে শাওমি বাজারে এমন ডিভাইস সরবরাহ করেছে ২১ দশমিক ৭ শতাংশ। গত বছরে একই সময়ের তুলনায় যা ৯০ দশমিক ৯ শতাংশ বেশি।
এসময়ের মধ্যে শাওমি বাজারে সরবরাহ করেছে ৬৯ লাখ ডিভাইস। চীনের বাইরে বাজার সম্প্রসারণ ও এমআই ব্যান্ড৩ এর কারণেই প্রতিষ্ঠানটি শীর্ষে পৌঁছাতে পেরেছে।
ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপে তাদের অফিশিয়াল স্টোর খোলা হয়েছে। এর আগে তাদের ৮০ শতাংশের বেশি পণ্য চীনের বাজারেই সরবরাহ করা হতো। কিন্তু এবার চীনের বাজারে সরবরাহ করা হয়েছে ৬১ শতাংশ পণ্য।
অ্যাপল সরবরাহ করেছে ৪২ লাখ ডিভাইস। বাজারে তাদের মার্কেট শেয়ার ১৩ দশমিক ১ শতাংশ।
অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর দাম কিছুটা বেশি। তাই সিরিজ ৩ মডেলের দাম কমালেও বাজারে চাহিদার খুব একটা হেরফের হয়নি।
অন্যদিকে, বাজারে ওয়্যারেবল ডিভাইস সরবরাহকারী অন্য তিন ব্র্যান্ড ফিটবিট, হুয়াওয়ে ও স্যামসাংয়ের মার্কেট শেয়ার যথাক্রমে ১০ দশমিক ৯ শতাংশ, ৫ দশমিক ৯ শতাংশ ও ৫ দশমিক ৬ শতাংশ।
এর বাইরে অন্যান্য ব্র্যান্ড বাজারের ৪৩ শতাংশ দখল করে রেখেছে। আর তৃতীয় প্রান্তিকে তাদের মোট সরবরাহ ছিল এক কোটি ৩৭ লাখ।
ভেঞ্চারবিট অবলম্বনে এজেড/ ডিসে ০৪/২০১৮/১৫১৫