![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: স্মার্টফোন আসক্তি নানা রকম ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনাতেও এর প্রভাব পড়ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটির গবেষণায় মিলেছে আরও অবাক করার মতো তথ্য।
প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি এতটাই বেড়েছে যে তারা ভালো খাবারের বদলে স্মার্টফোনকেই বেছে নিচ্ছে।
স্মার্টফোন আসক্তি নিয়ে সম্প্রতি ১৮ থেকে ২২ বছর বয়সী ৭৬ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালানো হয়।
তাদের ভালো খাবার অথবা স্মার্টফোন বেছে নিতে বলা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের প্রত্যেকেই স্মার্টফোনই বেছে নিয়েছে!
গবেষণার প্রধান লেখক বাফেলো ইউনিভার্সিটির পিডিয়াট্রিকস বিভাগের ক্লিনিক্যাল সাইকোলজির ডক্টোরালের ছাত্রী সারা ও’ডনেল জানান, পরীক্ষার অংশ হিসেবে কয়েকজন শিক্ষার্থীকে খাবার ছাড়া তিন ঘণ্টা ও ফোন ছাড়া দুই ঘণ্টা রাখা হয়েছিল।
এরপর তাদের খাবার অথবা সময় অর্জনের জন্য কম্পিউটারভিত্তিক কিছু কাজ দেওয়া হয়। কিন্তু এর ফল দেখে সবাই বিস্মিত হয়। কারণ শিক্ষার্থীরা খাবার রেখে তাদের ফোন ফিরে পাওয়ার জন্যই মোটিভেট করছিল। যেন তারা খাদ্য বঞ্চিত হতেও রাজি।
আরেক পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থীকে তাদের পছন্দের ১০০ ক্যালরি সম্পন্ন কোনো স্নাকস অথবা স্মার্টফোন বেছে নিতে বলা হয়েছিল। সেখানেও দেখা গেছে, তারা ফোনের প্রতিই আকৃষ্ট হয়েছে।
শিক্ষার্থীদের কী ধরনের খাবার বা কোন ব্র্যান্ডের ফোন বেছে নিতে বলা হয়েছিল তা উল্লেখ করেননি গবেষকরা।
সিনেট অবলম্বনে এসআই/ডিসে০৪/২০১৮/০২০৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি