STE 2019 (summer) in news page

পাঠাওয়ের ভাড়া দেয়া যাবে বিকাশে

bKash-Pathao-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন থেকে পাঠাও রাইড নিলে নগদ টাকার পাশাপাশি বিল পরিশোধ করা যাবে বিকাশ দিয়েও।

ক্যাশের ওপর নির্ভরশীলতা কমাতে চুক্তি করেছে পাঠাও ও বিকাশ।

এমন সেবা দিতে বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ ও পাঠাওয়ের কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার হুসাইন এম ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

এ সময় বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ ফিনান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগীর, চিফ টেকনোলজি অফিসার আজমল হুদা ও পাঠাওয়ের চিফ ফিন্যান্স অফিসার ফাহিম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তিটির ফলে পাঠাও অ্যাপ থেকেই বিকাশে ভাড়া পরিশোধ করা যাবে। ভাড়া পরিশোধ করতে গ্রাহককে রাইড শেষে ‘ডিজিটাল পেমেন্ট’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ডিজিটাল পেমেন্ট অপশনগুলোর মধ্যে থেকে বিকাশ নির্বাচন করলে বিকাশ পেমেন্ট পেইজ চালু হবে পাঠাও অ্যাপে। সবশেষে পেইজটিতে বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

আগামীতে বিকাশ দিয়ে পাঠাও রাইডের পেমেন্টে গ্রাহকদের জন্য থাকবে বিশেষ অফার। অচিরেই পাঠাও ফুড ডেলিভারি ও পার্সেল সার্ভিসের পেমেন্টও বিকাশে দেয়ার সুবিধা চালু হবে।

এজেড/ ডিসে ০৩/২০১৮/ ১৬৩০

*

*

আরও পড়ুন