![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী বছর পুরো বিশ্বজুড়ে সাড়ে ২২ কোটি ওয়ারেবল ডিভাইস সরবরাহ করা হবে। সরবরাহ বাড়বে ২৫ দশমিক ৮ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে বাজার বিশ্লেষক ফার্ম গার্টনার।
এতে মোট বিক্রির পরিমাণ দাঁড়াবে চার হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালে ৭ লাখ ৪০ স্মার্টওয়াচ সরবরাহ করা হবে বাজারে। ওয়ারেবল ডিভাইসের মধ্যে শুধু স্মার্টওয়াচেই ক্রেতারা ১৬শ’ ২০ কোটি মার্কিন ডলার খরচ করবেন বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টওয়াচের বাজারে শুধু অ্যাপলওয়াচের দামই বেশি। তবে আগামী ২০২২ সালে স্মার্টওয়াচের গড় দাম ২২১ ডলার থেকে কমে দাঁড়াবে ২১০ ডলারে। প্রতিযোগিতা বাড়ার কারণেই দাম কমবে বলে জানিয়েছেন গার্টনারের সিনিয়র ডিরেক্টর অ্যালান অ্যানাতিন।
ওয়্যারেবল ডিভাইসগুলোর মধ্যে স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহকারী স্মার্টওয়াচের চাহিদা শীর্ষ থাকবে ২০২১ সাল পর্যন্ত। কারণ ২০২২ সাল থেকে হিয়ারেবল (হেডফোন) ডিভাইস স্মার্টওয়াচের সরবরাহকে ছাড়িয়ে যাবে। সেসময় বাজারে সরবরাহ করা হবে ১৫ কোটি ৪০ লাখ হিয়ারেবল ডিভাইস। অন্যদিকে, স্মার্টওয়াচের সরবরাহ গিয়ে ঠেকবে সাড়ে ১১ কোটিতে।
গ্যাজেটস ৩৬০ডিগ্রি অবলম্বনে এজেড/ ডিসে ০১/২০১৮/১৩২৮
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি