বাংলাদেশেই প্রথম ক্যাসপারস্কির সর্বশেষ সংস্করণ অবমুক্ত

Kaspersky-2015-Meet-The-Press-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব তাদের সর্বশেষ সংস্করণ ২০১৫ সালের ইন্টারনেট সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস অবমুক্ত করেছে। বিশ্বের মধ্যে বাংলাদেশেই প্রথম এই সফটওয়্যার অবমুক্ত করা হলো।

ক্যাসপারস্কি ল্যাবের বাংলাদেশ ও ভূটান পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস্ এর কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে নতুন সংস্করণ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অপারেশনস পরিচালক মি. ম্যাক্সিম মিত্রোখিন ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে এবংঅফিসএক্সট্র্যাক্টস্-এর প্রধান নির্বাহী প্রবীর সরকার উপস্থিত ছিলেন।

Kaspersky-2015-Meet-The-Press-TechShohor

Techshohor Youtube

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাসপারস্কি বাংলাদেশের বাজার গভীরভাবে পর্যবেক্ষণ করে ও গুরুত্ব দেয়। তারই পরিপেক্ষিতে বাংলাদেশেই প্রথম ২০১৫ সংস্করণের ইন্টারনেট সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস অবমুক্ত করা হলো।

– সংবাদ বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

আরও পড়ুন