Techno Header Top and Before feature image

৫৮৭ কলেজ-বিশ্ববিদ্যালয় পাচ্ছে ফ্রি ওয়াইফাই

Internet-user-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সারাদেশে ৫৮৭ সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউটে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই দিচ্ছে সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে উদ্যোগে বিটিআরসি এই কার্যক্রম বাস্তবায়ন করবে। এ জন্য সরকার খরচ করছে ৪৫ কোটি টাকা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, সবগুলো বিভাগের এসব সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিন লটে একযোগে অপটিক্যাল ক্যাবল ও যন্ত্রপাতি স্থাপন করা হবে। এটি শুরু হচ্ছে রোববার হতেই।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব বেসরকারি কলেজ ও  বিশ্ববিদ্যালয়েও এ সুবিধা সম্প্রসারণ করা হবে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ১০ এমবিপিএস গতির ব্যান্ডউইথ দেয়া হবে।  শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক বছর পর্যন্ত বিনামূল্যে এই ব্যান্ডউইথ পাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ব্যান্ডউইডথের খরচ বহন করবে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে  ঢাকা বিভাগে রয়েছে ১৪৩টি, ময়মনসিংহে ৩৫টি, চট্রগ্রামে ১০৭, বরিশালে ৪৫, খুলনায় ৮৩, রাজশাহীতে ৮৫, রংপুরে ৫৬ এবং সিলেটে বিভাগে ৩৩টি।

এডি/নভে২৯/২০১৮/২১০০

*

*

আরও পড়ুন