ম্যাপে হ্যাশট্যাগ আনলো গুগল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: সামাজিক যোগাযোগ মাধ‍্যমে হ্যাশট্যাগের সাহায‍্যে যে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়। এবার গুগল ম‍্যাপে সহজে কোন লোকেশনের রিভিউ খুঁজে পেতে যুক্ত হয়েছে হ্যাশট্যাগ সুবিধা।

সম্প্রতি নীরবেই হ্যাশট্যাগ ফিচারটি চালু করেছে গুগল। শুধু অ‍্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব‍্যবহারকারীরাই সুবিধাটি পাবেন।

গুগল ম‍্যাপে কোন স্থানের রিভিউ লেখার সময় গ্রাহকরা হ্যাশট্যাগ ব‍্যবহার করতে পারবেন। রিভিউতে পাঁচটি হ্যাশট্যাগ যুক্ত করা যাবে।

Techshohor Youtube

হ্যাশট্যাগ দেয়ার নিয়ম সামাজিক যোগাযোগ মাধ‍্যমের মতই। ধরুণ, আপনি একটি পার্কে ঘুরতে গেলেন। গুগল ম‍্যাপে পার্কের ছবি দিয়ে রিভিউ দিলেন। সেখানে #park হ্যাশট্যাগ ব‍্যবহার করতে পারবেন।

আইওএস বা ওয়েবে হ্যাশট্যাগ ফিচারটি কবে চালু হবে তার তথ‍্য গুগলের পক্ষ থেকে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, শিগশির অন‍্য প্লাটফর্মে ফিচারটি আসবে।

ম‍্যাপকে আরো জনপ্রিয় করতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে গুগল। তাই হ্যাশট্যাগ ফিচার ছাড়াও সাম্প্রতিক সময়ে ম্যাপস অ্যাপে অনেক আপডেট আনা হয়েছে। ২০১৭ সালে ভিডিও রিভিউ ফিচার যুক্ত করা হয়েছিল।

সিনেট অবলম্বনে টিএ/এসআই/নভে২৮/২০১৮/০১৩০

*

*

আরও পড়ুন