STE 2019 (summer) in news page

এবার সনিও আনছে তিন ক্যামেরার ফোন

xperia-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের বাজারে খারাপ অবস্থানে থাকলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে সনি। নতুন ফ্ল্যাগশিপ এক্সপেরিয়া এক্সজেড৪ স্মার্টফোনে ৩টি ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে জাপানিজ প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইজে ফাঁস হয়েছে ডিভাইসটির রেন্ডার ছবি ও ফিচার সংক্রান্ত তথ্য।

ছবিতে দেখা যায়, ফোনটিতে কোনো নচ রাখা হয়নি। উপরে নিচে দুই দিকেই রয়েছে বেজেল। ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লেটির অনুপাত হবে ২১:৯। ডিভাইসটির পুরুত্ব হবে ৯ মিলিমিটার। ফোনটির পেছনে থাকবে তিনটি লেন্স। সামনে থাকবে একটি সেলফি ক্যামেরা। এর সঙ্গে থাকবে বিশেষ কয়েকটি ক্যামেরা ফিচার। তবে ক্যামেরাগুলোর রেজুলেশন কত হবে তা জানা যায়নি।

ডিভাইসটির ডানদিকে পাওয়ার বাটনেই যুক্ত থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফোনটিতে ইউএসবি টাইপসি পোর্ট থাকবে তবে বাদ পড়বে হেডফোন জ্যাক।

৪ ও ৬ গিগাবাইট র‍্যাম সংস্করণে আসবে ফোনটি। প্রসেসরে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫।

ধারণা করা হচ্ছে, ডিভাইসটির দাম হবে হাজার ডলারের আশেপাশে। ফোনটির দেখা মিলবে আগামী বছর বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।

ডিজিটাল ট্রেন্ড অবলম্বনে এজেড/ নভে ২৮/ ২০১৮/১৫৩৫

*

*

আরও পড়ুন