ম্যাসেঞ্জার অ্যাপে লগআউট করবেন যেভাবে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বন্ধুর ফোন থেকে জরুরি প্রয়োজনে ফেইসবুক ম্যাসেঞ্জার অ্যাপে লগইন করলেন।

বার্তা পাঠানো শেষে লগআউট করতে যাওয়ার সময় বাধলো বিপত্তি। কেননা ম্যাসেঞ্জার অ্যাপের সব অপশন তন্নতন্ন করে খুঁজেও লগআউট করতে পারলেন না। তখন কি করবেন?

ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে এটি ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ধরনের ঝামেলা বটে। কেননা ফেইসবুক ম্যাসেঞ্জার অ্যাপে নেই লগআউট অপশন।

Techshohor Youtube

তাহলে কি লগআউট করা যাবে না? হ্যাঁ, যাবে। তবে ভিন্ন উপায়। কিভাবে ফোনে ম্যাসেঞ্জার অ্যাপ থেকে লগআউট করা যাবে তা তুলে ধরা হল এ টিপসে।

প্রথমে ফোনের Settings অপশনে যেতে হবে।

যেখান থেকে apps অপশনে ক্লিক করতে হবে।

এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখানে ফোনে ইন্সটল থাকা সব অ্যাপের তালিকা দেখা যাবে।

সেখান থেকে ক্রল করে Messanger অ্যাপটি খুঁজে বের করে এতে ক্লিক করতে হবে।

তারপর storage অপশনে ক্লিক করে clear data বাটনে চাপতে হবে। পরবর্তী ধাপে delete app data নামে একটা পপআপ আসবে। সেখানে থাকা ok বাটনে ক্লিক করতে হবে।

তাহলে ফোনে থাকা ম্যাসেঞ্জার অ্যাপ থেকে আপনি লগআউট হয়ে যাবেন। কাজটা একটু প্যাঁচানো হলেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার জন্য খুবই জরুরি।

আরএ/আরআর/নভেম্বর ২৬/২০১৯/১৩২৫ 

*

*

আরও পড়ুন