![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটারে উইন্ডোজ ১০ ইন্সটল করতে পারবেন নিজেই। এ জন্য অন্য কারও কাছে যেতে হবে না। কিভাবে কাজটি করা হবে তা থাকছে টেকশহরডটকমের তিন পর্বের ধারাবাহিকে।
এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তুলে ধরা হয়েছিল যেভাবে উইন্ডোজ ১০-এর আইওএস ফাইলটি ডাউনলোড করতে হয়। এখানে থাকছে বুটেবল পেনড্রাইভ তৈরির কৌশল।
প্রথমে এ ঠিকানা থেকে ‘rufus’ সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
এরপর যে পেনড্রাইভে ওএস বুটেবল করবেন সেটি কম্পিউটারে যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে পেনড্রাইভের স্টোরেজ মিনিমাম ৮ গিগাবাইট হতে হবে।
পেনড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকলে তা ব্যাকআপ রাখুন। কেননা বুটেবল করার সময় পেনড্রাইভটি ফরম্যাট দিতে হবে। এতে আগের তথ্য হারিয়ে যাওয়ার আশংকা শতভাগ।
এরপর ‘ ‘rufus’ সফটওয়্যারটি চালু করে ‘device’ অপশন থেকে পেনড্রাইভটি নির্বাচন করে দিতে হবে।
তারপর ‘Boot selection’ অপশন থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের আইওএস ফাইলটি নির্বাচন করতে হবে।
আইওএস ফাইল কিভাবে ডাউনলোড করতে তা এ টিউটোরিয়াল থেকে দেখে নিন।
পরের ধাপে ‘Start’ বাটনে ক্লিক করলে পপআপে একটা সর্তক বার্তা আসবে সেখান থেকে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ৪-৫ মিনিট সময় লাগবে পেনড্রাইভটি বুটেবল হতে। প্রক্রিয়াতে শেষ হলে ‘rufus’ সফটওয়্যারের নিচে ‘DONE’ লেখা দেখা যাবে।
এভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সেটআপ দেয়ার জন্য বুটেবল পেনড্রাইভ তৈরি করা যায়। এ পেনড্রাইভ থেকে পরে উইন্ডােজ সেটআপ দেওয়া যায়।
আগামী পর্বে তুলে ধরা হবে যেভাবে বুটবেল পেনড্রাইভ ব্যবহার করে কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটআপ করবেন।
টিএ/আরআর/মে ১২/২০১৯/১২.১৬
আরও পড়ুন –