Techno Header Top and Before feature image

৩ পুরস্কার পেল রবি টেন মিনিট স্কুল

10-miniute-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইন শিক্ষার প্রসারে অবদান রাখায় ডিজিটাল মার্কেটিং সামিটে তিনটি পুরস্কার পেল রবি টেন মিনিট স্কুল। পঞ্চমবারের মতো সামিটটির আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

ব্যবহারকারীদের নিজস্ব কনটেন্ট তৈরি বিভাগে শিখি ও শিখাই ক্যাম্পেইনের জন্য গ্রান্ড প্রিক্স অ্যাওয়ার্ড, ফেইসবুকের সবচেয়ে ভালো ব্যবহার বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড ও কনটেন্ট মার্কেটিং বিভাগে আরও একটি গোল্ড অ্যাওয়ার্ড পায় রবি টেন মিনিট স্কুল।

পুরস্কারগুলো গ্রহণ করেন রবি’র হেড অফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর ও রবি টেন মিনিট স্কুলের ফাউন্ডার অ্যান্ড সিইও আয়মান সাদিক। এ সময় রবি টেন মিনিট স্কুল টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ফেইসবুক ও ইউটিউব মিলে এ মুহূর্তে ৪৬ লাখেরও বেশি ব্যবহারকারী রয়েছে রবি টেন মিনিট স্কুলে।

এজেড/ নভে ২৭/২০১৮/১৭৪০

*

*

আরও পড়ুন