বিটিআরসির আয়ের ধারায় ছেদ, কমেছে ২২ শতাংশ

btrc_techshohor

অনন্য ইসলাম, টেক শহর প্রতিবেদক : রাজস্ব আয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। গত অর্থবছরে আয় কমেছে ২২ শতাংশ। টাকার অংকে এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৫৩ কোটি টাকা। বছর শেষে আয়ের লক্ষ্যমাত্রা থেকেও অনেক পিছিয়ে ছিল সংস্থাটি। তবে চলতি অর্থবছরে রেকর্ড আয় হবে বলে আশা করছেন নীতিনির্ধারকরা।

শেষ হওয়া অর্থবছরে (২০১২-১৩) বিটিআরসির কোষাগারে সব মিলে জমা পড়েছে ৫ হাজার ৪০৪ কোটি ৬৯ লাখ টাকা। সরকার আয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ৮ হাজার ৪০০ কোটি টাকা। মূলত অর্থবছরের দ্বিতীয়ার্ধে আয়ের পরিমাণ কমে যাওয়ায় লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে ছিল রাষ্ট্রায়ত্ব সংস্থাটির রাজস্ব আয়। ২০১১-১২ অর্থবছরে আয়ের পরিমান ছিল ৬ হাজার ৯৫৭ কোটি ৬৬ লাখ টাকা। ওই বছর লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৩০০ কোটি টাকা। শতাংশের হিসাবে গত অর্থবছরে ২০১১-১২ সালের চেয়ে আয় কমেছে ২২.৩২ শতাংশ।

অর্থবছর শেষে প্রায় চার মাস পেরিয়ে গেলেও সম্প্রতি ২০১২-১৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তৈরি করতে শুরু করেছে বিটিআরসি। এ হিসাবের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আয় হয়েছিল ৩ হাজার ৫০ কোটি ৫৩ লাখ টাকা। পরের ছয় মাসে আয় হয়েছে আর ২ হাজার ২৫৪ কোটি ১৬ লাখ টাকা।

Techshohor Youtube

btrc, techshohor

 

বিটিআরসির ঊধ্বর্তন কমর্কর্তাদের আশা, চলতি অর্থবছরে প্রথমবারের মতো আয় দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। থ্রিজির স্পেকট্রাম ফি থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বাড়তি আয় হওয়ার কারণেই ২০১৩-১৪ অর্থবছরে আয় বাড়বে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, আয় কমে যাওয়া নিয়ে তারা মোটেই উদ্বিগ্ন নন। বরং সামনের বছরগুলোতে আয় অনেক বাড়তে তা ইতোমধ্যে তারা বুঝতে পারছেন। ফলে গত অর্থবছরের গ্যাপটা পুষিয়ে নিয়ে সরকারকে বেশি পরিমাণে অর্থ দেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরে থ্রি জির পুরো অর্থ পাওয়া গেলে আয় আরও কয়েক হাজার কোটি টাকা বাড়ত। তারপরেও বিটিআরসি আয় বৃদ্ধিমূলক নানা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, গত অর্থবছরের প্রথম ছয় মাসে বিটিআরসির আয়ের বড় অংশ ২ হাজার ৬২ কোটি ৯৪ লাখ টাকা এসেছে তিনটি অপারেটরের দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির টাকা থেকে। গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি ওই সময়ে দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করলেও সিটিসেল এখনও দ্বিতীয় কিস্তির অর্থ দেয়নি।

বিটিআরসি প্রতিষ্ঠার পর থেকে গত ১২ বছরে সংস্থাটি প্রায় ২৪ হাজার কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ২০১১-১২ অর্থবছরে ৬ হাজার ৯৫৭ কোটি ৬৬ লাখ, ২০১০-১১ অর্থবছরে ৩ হাজার ৪৭ কোটি ২৮ লাখ, ২০০৯-১০ অর্থবছরে ২ হাজার ৩৭০ কোটি ৯৮ লাখ, ২০০৮-০৯ অর্থবছরে ৩ হাজার ১৯৫ কোটি ৩৮ লাখ, ২০০৭-০৮ অর্থবছরে ১ হাজার ৬৭৭ কোটি ৮৫ লাখ টাকা আয় করে সংস্থাটি।

-টেক শহর

*

*

আরও পড়ুন