![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক একের পর এক কেলেঙ্কারি ও বিতর্কে জড়ানোতে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা মার্ক জাকারবার্গের অপসারণ চেয়েছেন। তবে এমন কিছু ঘটছে না বলেই জানালেন ফেইসবুক প্রধান।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাক জাকারবার্গ বলেন, পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যেতে চাই।
একই সঙ্গে জানিয়ে দেন, ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গও কোথাও যাচ্ছেন না।
তিনি বলেন, ফেইসবুকের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ শেরিল। গত ১০ বছর আমরা একত্রে কাজ করেছি। আশা করছি আগামী কয়েক দশকও একসঙ্গে কাজ করে যাবো।
জাকারবার্গের হাতে কোম্পানির সব ক্ষমতা কুক্ষিগত। তাই তারা মনে করছেন, তিনি না থাকলেই বরং ফেইসবুকের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
এর আগেও তাকে সরাতে শেয়ারহোল্ডার মিটিংয়ে ভোট দেওয়ার ক্ষমতা চাওয়া হয়েছিলো। কিন্তু বার বার সে প্রস্তাবগুলো নাকোচ হয়ে যায়।