STE 2019 (summer) in news page

নতুন এক্সবক্সে ডিস্ক ড্রাইভ থাকছে না

xbox-techshohor
Robi Before feture image

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন প্রজন্মের এক্সবক্সে ডিস্ক ড্রাইভ না রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

পরবর্তী কনসোলটির মডেল হবে এক্সবক্স ওয়ান এস। এ গেইমিং কনসোল তৈরির মূলে রয়েছে খরচ কমানোর চিন্তা।

এক্সবক্সের দাম ২০০ ডলারের ঘরে নামিয়ে আনতেই বাদ দেওয়া হচ্ছে ডিস্ক ড্রাইভ। নতুন সংস্করণ বাজারে এলে দাম পড়বে ২৯৯ ডলার।

তবে যাদের সংরক্ষণে শুধু ডিস্কভিত্তিক গেইম আছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের জন্য মাইক্রোসফট চালু করবে ডিস্ক টু ডিজিটাল প্রোগ্রাম। এর আওতায় নির্ধারিত কিছু দোকানে গিয়ে গেইমাররা সিডি বিক্রি করে ডিজিটাল কোড সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া যারা ডিস্কসহ এক্সবক্স কিনতে চান, তাদের জন্য ওয়ান এসের আরেকটি সংস্করণ ছাড়বে মাইক্রোসফট।

সফটওয়্যার জায়ান্টটি এ ব্যাপারে কোনো মন্তব্য না করায় কনসোল দুটি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সংবাদ মাধ্যম থারোটের দেওয়া তথ্য সঠিক হলে আগামী বছরের প্রথমভাগেই নতুন প্রযুক্তির গেইমিং কনসোল ও নতুন এক্সবক্স এলিট কন্ট্রোলারেরও দেখা পেতে পারেন গেইমাররা।

বর্তমান প্রজন্মের কনসোলগুলোর মধ্যে সনির প্লেস্টেশন আছে সবচেয়ে এগিয়ে।

মাইক্রোসফট বনাম সনি, বা এক্সবক্স বনাম প্লেস্টেশন যুদ্ধে এখন পর্যন্ত মাইক্রোসফট হেরে আসছে।

বিল গেটসের প্রতিষ্ঠানের জন্য সুখবর হলো পরের ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোতে (ইথ্রি) অংশ নেবে না প্রধান প্রতিদ্বন্দ্বী সনি।

এ সুযোগে মাইক্রোসফট কনসোল গেইমিং বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চেষ্টা করছে।

আরও পড়ুন

নতুন এক্সবক্স কনসোল ও স্ট্রিমিং সেবা আনছে মাইক্রসফট

গেইমে মাইক্রোসফটের আয় হাজার কোটি ডলার

এজেড/আরআর/নভে ১৭/ ২০১৮/

*

*

আরও পড়ুন