![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলার স্মার্টফোন ওয়ান পাওয়ার পাচ্ছে অ্যান্ড্রয়েড পাই।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অ্যান্ড্রয়েড ওয়ানের প্রথম হ্যান্ডসেট ওয়ান পাওয়ার শিগগির এই আপডেট পাবে।
এর আগে গত আগস্টেই আইএফএ আয়োজনে মটোরোলা তাদের ওয়ান পাওয়ার হ্যান্ডসটেটি নিয়ে আসে। ফোনটিতে ওরিও সংস্করণ থাকলেও প্রথম ফোন হিসেবে প্রতিষ্ঠানটি এই আপডেটের ঘোষণা দিয়েছে।
ইতোমধ্যে আপডেটটি আসছে বলে গিগবেঞ্চে ফোনটির দেখাও গেছে। গিগবেঞ্চে ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও হিসেবে তালিকাভুক্ত থাকলেও সেটি যে পাই পেতে যাচ্ছে এটা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ওয়ান পাওয়ার ব্যবহারকারীদের ইতোমধ্যে নোটিফিকেশন পাঠিয়ে নিশ্চিত করা হয়েছে যে, অল্প দিনের মধ্যে তারা পাই আপডেট পাবেন।
মটোরোলা ব্যবহারকারীদের জানিয়েছে, ক্ষণ গোনা শুরু করতে পারেন, কারণ আপনারা অপারেটিং সিস্টেমের সর্বশেষ সফটওয়্যার আপডেটটি পেতে যাচ্ছেন।
অ্যান্ড্রয়েড পাই আপটেডটি এসেছে গত আগস্টে। এখনও সবগুলো ব্র্যান্ড এই অপারেটিং সিস্টেম আপডেট পায়নি। শুধু গুগলের পিক্সেল সিরিজ, ওয়ানপ্লাস সিক্স, ওয়ানপ্লাস সিক্স-টি, নকিয়া ৭ প্লাসসহ কয়েকটি ফোন আপডেটটি পেয়েছে।
তবে গুগল জানিয়েছে, অপারেটিং সিস্টেমটি অল্প দিনের মধ্যেই অ্যান্ড্রয়েডের বেশিরভাগ ডিভাইসে দেওয়া শুরু করবে।
ইএইচ/নভে১৬/২০১৮/১৭২০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি