Techno Header Top and Before feature image

এআইইউবিতে সিএস ফেস্ট শুরু ২৭ নভেম্বর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তিন দিনব্যাপী এআইইউবি সিএস ফেস্ট আয়োজন করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার ক্লাব।

তিন দিনের এই উৎসব শুরু হবে ২৭ নভেম্বর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

এআইইউবি কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগিতায় আগের বছরগুলোর মতো এবারও এমন আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।

ক্লাবটির সপ্তম আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তির নিউজ পোর্টাল টেকশহরডটকম

এ বছর সিএস ফেস্টে থাকছে রোবট সকার, ড্রোন প্রতিযোগিতা, স্টোরি বা কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা, অ্যাপ শোকেসিং(মোবাইল, ওয়েব, ডেস্কটপ), পোস্টার কনসেপ্ট প্রেজেন্টেশন বা আইডিয়া প্রোটোটাইপিং, প্রোগ্রামিং কনটেস্ট-জুনিয়র, প্রোগ্রামিং কনটেস্ট-সিনিয়র, নেটওয়ার্কিং কনটেস্ট, ম্যাথেম্যাটিক্স অলিম্পিয়াড, এএইইউবি আইসিটি কুইজ কম্পিটিশন এবং ওয়ার্কশপ-সেমিনার।

এছাড়াও এ বছর থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজটিতে কয়েকটি বিভাগ উন্মুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা আইসিটি কুইজ, ম্যাথ অলিম্পিয়াড, পোস্টার কনসেপ্ট প্রেজেন্টেশন, ফটোগ্রাফি এবং কনটেন্ট রাইটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

অনুষ্ঠানটিকে সফল করার জন্য সহযোগিতা করবে বেসিস স্টুডেন্ট ফোরাম এআইইউবি চ্যাপ্টার।

পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ডিএসআই (ডাইন্যামিক সল্যুশন ইনোভেটর), থেরাপ (বিডি) লিমিটেড, অগমেডিক্স এবং ইনফোলিংক।

আয়োজনে অংশ নিতে নিবন্ধন করতে হবে। এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করা যাবে। কোন নিবন্ধন ফি প্রয়োজন হবে না।

উৎসবের উদ্বোধনী ও শেষ দিনে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের ডিন ও বিশ্ববিদ্যালয় পরিচালক, বেসিস এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইএইচ/নভে১৬/২০১৮/১১৩০

*

*

আরও পড়ুন