![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের প্রতিষ্ঠান ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে কত সময় ব্যয় করলেন তা জানাবে অ্যাপটির নতুন একটি ফিচার।
‘ইওর অ্যাক্টিভিটি’ নামে ফিচারটি দিয়ে যে কেউ কতটুকু সময় ইনস্টাগ্রামে খরচ করছে তার হিসাব পাবেন।
প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, বুধবার ইনস্টাগ্রাম এমন একটি সুবিধা তাদের অ্যাপে যুক্ত করেছে। এটি পেতে হলে টাইমলাইনের উপরে ডান দিকে ‘হামবার্গার’ আইকনে গেলে পাওয়া যাবে।
তবে ব্যবহারকারী ইচ্ছে করলে সেখানে অন করে নোটিফিকেশন অন করতে বা অফ করতে পারবেন।
গত আগস্টে ফিচারটির ঘোষণা দেয় ইনস্টাগ্রম কর্তৃপক্ষ। কিন্তু কবে আসবে তা জানায়নি তখন। সামাজিক মাধ্যম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় নিজেদের উপর আরও নিয়ন্ত্রণ আনতে এমন ফিচার আনছে মাধ্যমটি।
ইনস্টাগ্রামে উদ্ধুদ্ধ হযে ফেইসবুকও এমন ফিচার আনার পরিকল্পনা করেছে বলেও জানা যাচ্ছে। ফেইসবুক ফিচারটির নাম দিতে পারে ‘ইওর টাইম অন ফেইসবুক’।
একই ধরনের ফিচার রয়েছে অ্যাপলের। তারা আইওএসে ‘স্ক্রিন টাইম’ নামের ফিচারটির পরিচয় করিয়ে দিয়েছে। এছাড়াও গুগলের ‘ডিজিটাল ওয়েলনেস’ ফিচারটি অ্যান্ড্রয়েড ৯.০ সংস্করণের ড্যাশবোর্ডে দেওয়া হয়েছে। তারাও মনে করছে, এমন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আরও ভালো নিয়ন্ত্রণ করতে পারবে।
ইনস্টাগ্রামের ফিচারটি কেউ কেউ পাওয়া শুরু করেছেন, তবে সবার জন্য সেটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে তা জানায়নি মাধ্যমটি।
ইএইচ/নভে১৫/২০১৮/১৯৪০
আরও পড়ুন :
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি