![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেক জায়ান্ট অ্যামাজন তাদের সদর দপ্তরকে আরও দুটি অঞ্চলে ভাগ করে দিচ্ছে।
নতুন করে আরও দুটি সদর দপ্তর করতে নিউইয়র্ক সিটি এবং নর্দান ভার্জিনিয়াকে বেছে নিয়েছে অ্যামাজন। খবরটি সোমবার জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
পত্রিকাটি বলছে, ঘোষণাটি মঙ্গলবারই আসতে পারে।
এমনকি অ্যাসোসিয়েট প্রেসও একই ধরনের খবর দিয়েছে এক কর্মকর্তার নাম প্রকাশ না করার বরাত দিয়ে।
ব্লুমবার্গ গত সপ্তাহে বলেছে, নতুন সদর দপ্তরের জন্য অ্যামাজন চুক্তিও সম্পন্ন করেছে। নর্দান ভ্যার্জিনিয়ার ক্রিস্টাল এলাকার অ্যার্লিংটন এলাকায় এবং নিউইয়র্ক সিটির লং আইল্যান্ড সিটি এলাকায় হবে ওই সদর দপ্তর দুটো।
এই সিদ্ধান্তটি নিতে তারা অন্তত এক বছর সময় নিয়েছে। আসলেই তারা সিয়াটলের সদর দপ্তরকে ভাগ করবে কিনা সেটা নিয়ে অনেকটাই দোলাচলে ছিল প্রতিষ্ঠানটি। অবশেষে এমন সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে অ্যামাজন।
অ্যামাজনের পণ্য নিয়ে গত কয়েক মাস থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতারণার পরিমাণ বেড়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সদর দপ্তরকে ভাগ করা হলে কাজ পরিচালনা আরও সহজ হবে এবং অ্যামাজন আরও সুবিধা করতে পারবে বলে জানায়।
ব্লুমবার্গ অবলম্বনে ইএইচ/নভে১৩/২০১৮/২০৪০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি