Techno Header Top and Before feature image

অকুলাস গোতে চলবে ইউটিউব

youtube-techhohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট অকুলাস গো-তে এখন ইউটিউব কনটেন্ট দেখা যাবে।

অকুলাস স্টোর প্ল্যাটফর্মে মঙ্গলবার ইউটিউব ভিআর অ্যাপটি উন্মোচন করা হয়। যারা গেইম খেলতে আগ্রহী নন বরং থ্রিডি ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কথা ভেবেই ইউটিউব অ্যাপের ভিআর সংস্করণটি আনা হয়েছে।

ইউটিউব ভিআর অ্যাপ ৩৬০ ডিগ্রি ও থ্রিডি ভিডিও সমর্থন করবে। এতে সোশ্যাল কিছু ফিচারও থাকবে। যেমন অপরিচিত ভিআর ব্যবহারকারীদের সঙ্গে মিলেও ভিডিও দেখার অপশন থাকবে। চাইলে ভিডিওটি দেখার সময় তা নিয়ে অন্যদের সঙ্গে চ্যাটও করা যাবে।

এর আগে গুগলের ভিআর প্ল্যাটফর্ম ডে ড্রিম, প্লে স্টেশন ভিআর, অকুলাস রিফ্ট ও এইচটিসি ভাইভের স্ট্রিম ভিআর প্ল্যাটফর্মে অ্যাপটি যুক্ত করা হয়।

ফেইসবুকের অকুলাস গো হেডসেট এখনও প্রাথমিক অবস্থায়। তাই এর মানও খুব বেশি উন্নত হয়নি। এটির মান বাড়াতে কাজ চলছে।

আগামী প্রজন্মের অকুলাস গোতে থাকবে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, নাইট মোড ও লোপাওয়ার মোড।

এর আগে গত সেপ্টেম্বরে ইউটিউব ভিআর অ্যাপ অকুলাস গোতে উন্মোচনের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, ভিআর সমর্থিত কনটেন্ট তৈরিতে ভিআর১৮০ ফরম্যাটে আপডেট এনেছে ইউটিউব। এতে করে প্রচলিত ভিআর ক্যামেরা বাদেও ডুয়েল ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা যায়।

ফরম্যাটটিকে সমৃদ্ধ করতে ভিআর১৮০ ক্রিয়েটর টুলও এনেছে ইউটিউব। এর মাধ্যমে ভিআর১৮০ কনটেন্ট তৈরি করা আরও সহজ হবে। টুলটি ম্যাক ওএস, লিনাক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে।

অ্যাপটি ডাউনলোড করা যাবে এ ঠিকানা থেকে।

ভিডিও

দ্য ভার্জ অবলম্বনে এজেড/আরআর/ নভে ১৩/ ২০১৮/১১.৪০

*

*

আরও পড়ুন