![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে এলজির নতুন মনিটর এনেছে। মনিটরটির মডেল ২২এমকে৪৩০এইচ।
এতে আছে ২১ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন ১৯২০*১০৮০।
মনিটরটির রিফ্রেশ রেট ৭৫ হার্টজ ও রেশপন্স টাইম ৫এমএস ফাস্টার। এর সঙ্গে থাকছে একটি ভিজিএ, একটি এইচডিএমআই পোর্ট ও একটি এইচডিএমআই ক্যাবল। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।
এর দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৮০০ টাকা। ওয়ারেন্টি থাকছে ৩ বছরের।
এজেড/নভে ১১/ ২০১৮/ ১৬১০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি