Techno Header Top and Before feature image

আসছে হুয়াওয়ের নতুন প্রসেসর

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন প্রসেসরের বাজারে বেশ ভালোভাবেই মনোনিবেশ করেছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

কিরিন ৯৮০ প্রসেসরের সফলতার পর প্রতিষ্ঠানটি পরবর্তী চিপ তৈরির কাজ করছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর প্রথম প্রান্তিকে হুয়াওয়ের নতুন প্রসেসরের দেখা মিলবে। কিরিন ৯৯০ নামে প্রসেসরটি হবে আরও বেশি শক্তিশালী।

সম্প্রতি চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম গিজমো চায়নাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। তবে হুয়াওয়ে অফিশিয়ালভাবে এখনো কোনো তথ্য দেয়নি।

জানা গেছে, ৭ ন্যানোমিটার কিরিন ৯৯০ প্রসেসরে থাকবে ফাইভজি সুবিধা। এটি কিরিন ৯৮০ থেকে ১০ শতাংশ কম শক্তিতে চলবে।

প্রসেসরটি ব্যবহারে কিরিন ৯৮০ এর চেয়ে ১০ শতাংশ কম ব্যাটারি ব্যয় হবে। ফলে ফোনে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

প্রসেসরটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে হুয়াওয়ে। প্রতিটি পরীক্ষায় প্রায় ২০০ মিলিয়ন ইউয়ান (২৪০ কোটি ৮০ লাখ টাকা) বিনিয়োগের প্রয়োজন হচ্ছে প্রতিষ্ঠানটির।

ইতোমধ্যে কিরিন ৯৮০ প্রসেসর কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৪৫ সঙ্গে টেক্কা দিয়ে এগিয়ে আছে। আনটুটু বেঞ্চমার্কের ফলাফলে কিরিন পেয়েছে ৩ লাখ ৫০ হাজার পয়েন্টেরও বেশি। যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ তিন লাখ ছুঁতে পারেনি। নতুন প্রসেসরটি বাজারে আসলে কোয়ালকমের সঙ্গে আর‌ও শক্ত প্রতিযোগিতায় যাবে হুয়াওয়ে।

গিজমো চায়না অবলম্বনে টিএ/এজেড/  নভে ১০/২০১৮/১৪১৫

আরো পড়ুন :

*

*

আরও পড়ুন