![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক আগেই ডিএসএলআর নামে পরিচিত ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরাকে পিছনে ফেলেছে মিররলেস ক্যামেরা। এবার আসছে অ্যান্ড্রয়েডচালিত আরও উন্নত প্রযুক্তির ক্যামেরা, যাতে ব্যবহার করা যাবে ক্যাননের সব লেন্স।
চীনা নির্মাতা প্রতিষ্ঠান ইয়ংনুয়ো তৈরি করেছে এ ক্যামেরা। ইয়ংনুয়ো ওয়াইএন৪৫০ মডেলের স্মার্টফোনের মাপের ক্যামেরাটির ছবি সম্প্রতি সামনে এসেছে। জানা গেছে কিছু স্পেসিফিকেশনও।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ক্যামেরাটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফোর থার্ড সেন্সর। এর মাধ্যমে ছবির প্রকৃত রূপ পাওয়া যাবে।
ইয়ংনুয়ো ওয়াইএন৪৫০ ক্যামেরায় ৩০ এফপিএস ৪কে ভিডিও করা যাবে। সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যবহার করা যাবে ৩জি ও ৪জি নেটওয়ার্ক। কাজ করবে ওয়াইফাইও।
ক্যামেরাটিতে থাকছে কোয়ালকমের অক্টাকোর প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েডের নোগাট সংস্করণ।
তিন জিবি র্যামের এ ফোনে রয়েছে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, যা মেমরি কার্ড ব্যবহার করে আরও ৩২ জিবি বাড়ানো যাবে।
ক্যামেরাটির পিছনে রয়েছে ৫ ইঞ্চি টাচক্রিন। থাকবে স্টিরিও মাইক ও ৩ দশমিক ৫ এমএম হেডফোন জ্যাক। সঙ্গে আছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।
দ্য ভার্জ অবলম্বনে এসআই/আরআর/নভে ০৬/২০১৮/১০৫০
আরো পড়ুন ঃ- মিররলেস ক্যামেরা আনলো নাইকন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি