![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুুক্তরাষ্ট্রের ইউআরআই ইউনিভার্সিটির বিশ্ব র্যাংকিং প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গতকাল সোমবার ইউআরআই ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে দেখা যায়, ওই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন হাজার ৬০২ শিক্ষার্থী এক লাখ ৩৭ হাজার ৯০৮টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করেছে।
অন্যদিকে দুই হাজার ৪৩ শিক্ষার্থী এক লাখ ২৩ হাজার ৮১৬টি সমস্যা সমাধান করে দ্বিতীয় হয়েছে ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব ইতাজুবা।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন বলেন, শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করতে কাজ করে। এজন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় টেক অফ প্রতিযোগিতা, আন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, এসিএম আইসিপিসিসহ বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে।
তিনি বলেন, এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। ফলে শিক্ষার্থীরা সারা বিশ্ব থেকে সম্মান বয়ে আনছে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বিশ্বের সব ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতায় ড্যাফোডিল একদিন শীর্ষস্থান দখল করবে বলেও প্রত্যাশা করেন তিনি।
ইএইচ/নভে০৬/২০১৮/১৯৫৭
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি