![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রিটেইল শপ কম্পিউটার ভিলেজে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচপি ল্যাপটপ উৎসব। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
এইচপির স্টুডেন্ট সিরিজের ৩০টি, এক্সিকিউটিভ সিরিজের ১৪টি, বাজেট সিরিজের ১৩টি, প্রিমিয়াম সিরিজের ৭টি ও গেইমিং সিরিজের ৮টি ল্যাপটপ মডেল নিয়ে এই ক্যাম্পেইন চলবে।
প্রতিটি ল্যাপটপের সঙ্গে মডেল ভেদে উপহার হিসেবে থাকবে গেইমিং মাউস, ব্লু-টুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, পেন ড্রাইভ, টি-শার্ট ও কফি মগ।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকেও ল্যাপটপগুলো কেনা যাবে। এছাড়া, চট্টগ্রামের গ্রাহকরা কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখা থেকেও ক্যাম্পেইনের আওতায় থাকা ল্যাপটপগুলো কিনতে পারবেন।
এজেড/ নভে ৫/২০১৮/ ১৭৫০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি