![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেল ইন্সপাইরন সিরিজের নতুন একটি ডেক্সটপ কম্পিউটার এনেছে পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
দেশের বাজারে আনা নতুন ডেক্সটপটির মডেল ‘ডেল ইন্সপায়রন ৩৬৭০’।
কম্পিউটারটিতে রয়েছে ইন্টেল ৮ম প্রজন্মের ৮১০০ মডেলের কোর আই থ্রি প্রসেসর। রয়েছে ৪ জিবি ডিডিআরফোর র্যাম, এক টেরাবাইটের ৭২০০ আরপিএম হার্ডড্রাইভ।
ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড, ইন্টেল বি৩৬০ চিপসেট, ২৯০ ওয়াট পাওয়ার সাপ্লাই রয়েছে কম্পিউটারটিতে। নতুন মডেলের এই পিসির সঙ্গে থাকছে ডেল ব্রান্ডের তারযুক্ত কীবোর্ড এবং মাউস।
কম্পিউটারটিতে রয়েছে ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। এছাড়া এর সঙ্গে থাকছে ডেলের ২০ ইঞ্চির মনিটর।
স্মার্ট টেকনোলজিস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশে প্রতিষ্ঠানটির অনুমোদিত ডিলার এবং শোরুম থেকে আগ্রহী ক্রেতারা এটি কিনতে পারবেন।
ক্রেতারা কম্পিউটারটিতে পাচ্ছেন তিন বছরের বিক্রয়োত্তর সেবা। এর দাম ৩৭ হাজার ৬০০ টাকা।
ইএইচ/এসআই/নভে০৪/২০১৮/১৮৩৪
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি