বড় স্মার্টফোনের ব্যাটারি শক্তি বেশি?

battery-drains-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগের তুলনায় এখনকার স্মার্টফোনগুলোর ব্যাটারি শক্তি কমিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

সংবাদ মাধ্যমটির টেক বিষয়ক সাংবাদিক জফরি অ্যাপল, স্যামসাং ও গুগলের ১৩টি মডেলের স্মার্টফোন পরীক্ষা করে এ তথ্য জানিয়েছেন।

ব্যাটারির শক্তি পরীক্ষায় তিনি একটি স্ক্রিপ্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এক নাগাড়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করেছেন। ফোনগুলোর ব্রাইটনেস লেভেল পরীক্ষার জন্য জফরি একটি লাইট মিটারও ব্যবহার করেন। কারণ, ব্রাইটনেসের মাত্রাও ব্যাটারির স্থায়ীত্বের ওপর প্রভাব ফেলে।

Techshohor Youtube

পরীক্ষায় দেখা গেছে, গুগল পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএলের চেয়ে পিক্সেল ৩ এর ব্যাটারি শক্তি কম। শুধু তাই নয়, পিক্সেল ৩ এর চেয়ে পিক্সেল ২ এর ব্যাটারি ব্যাকআপ ৯০ মিনিট বেশি।

হাই এন্ড ডিভাইসের মধ্যে আইফোন ১০আর ও গ্যালাক্সি নোট ৯ এর ব্যাটারিই দীর্ঘস্থায়ী। ডিভাইস দুটি যথাক্রমে ১২ ঘণ্টা ২৫ মিনিট ও ১২ ঘণ্টা ব্যাকআপ দিয়েছে।

জফরি জানিয়েছেন, যে ডিভাইসগুলো বেশি বড় সেগুলোর ব্যাটারির পারফরমেন্সও ভালো।

Washington-Post-Battery-Life-Tests-techshohor
কার ব্যাকআপ কতক্ষণ। ছবি : গিজমো চায়না

উপরের চার্টে নীল কালি দেওয়া ঘরগুলো দিয়ে বোঝানো হয়েছে ফোনগুলো এ বছর বাজারে এসেছে। আর ধূসর রঙের ঘরগুলো দিয়ে পুরানো ফোন বোঝানো হয়েছে।

চার্টে দেখা যাচ্ছে, আগের বছরের ফোন হলেও আইফোন ৮ প্লাসের ব্যাটারি ব্যাকআপ পিক্সেল ৩ এক্সএল ও আইফোন ১০ ম্যাক্সের চেয়ে ভালো।

তবে মার্কিন ম্যাগাজিন কনজিউমার রিপোর্টের পরীক্ষায় দেখা গেছে, আইফোন ১০ এস ও ১০এস ম্যাক্সের ব্যাটারি আইফোন ১০ এর চেয়ে ভালো।

বিভিন্ন ওয়েবসাইটের পেইজ ও ভিডিও রেজুলেশনে তারতম্য থাকে। ব্রাইটনেস সাধারণত ১৫০ থেকে ২০০ নীটের মধ্যে থাকে। তাই দুই পরীক্ষায় দুই রকম ফল আসাটা স্বাভাবিক।

গিজমো চায়না ও এক্সট্রিম টেক অবলম্বনে এজেড/নভে০৪/২০১৮/১৭০৭

আরো পড়ুন ঃ-

নতুন আইফোনগুলোর ব্যাটারির শক্তি কত?

পোকোফোনে থাকবে ৪০০০ এমএএইচ ব্যাটারি

মাল্টিটাস্কিং করলেও ব্যাটারি ফুরাবে না!

*

*

আরও পড়ুন