![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০১৭ সালে যখন বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্স কিশোরদের অন্যতম জনপ্রিয় অ্যাপ মিউজিক্যালি কিনে নেয় তখন কেউ কল্পনাও করেনি, আসলে কী হতে যাচ্ছে!
তবে চলতি বছর সেই অধিগ্রহণ সম্পন্ন হলে হুট করেই যেন বিশ্বজুড়ে একটা হইহই রব তোলে মিউজিক্যালি বদলে বাইটড্যান্সের দেয়া নাম ‘টিকটক’ অ্যাপ। সেই রবেই এখন বেড়ে গেছে অ্যাপটির ডাউনলোডের পরিমাণ।
সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ডাউনলোডের দিক দিয়ে অ্যাপটি ফেইসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং ইউটিউবকে পিছনে ফেলে সবার উপরে জায়গা করে নিয়েছে।
টিকটক বলছে, গত মাসের ২৯ তারিখ পর্যন্ত অন্য চার অ্যাপের চেয়ে টিকটকের দৈনিক ডাউনলোড ছিল ২৯ দশমিক ৭ শতাংশ বেশি।
তখন থেকে অ্যাপটির বাজার শেয়ার শুধু বেড়েছেই। গত ৩০ অক্টোবর অ্যাপটির ডাউনলোডের বাজার শেয়ার দাঁড়ায় ৪২ দশমিক ৪ শতাংশ।
সেপ্টেম্বরে আগের মাসের চেয়ে টিকটক ৩০ শতাংশ বেশি ডাউনলোড হয়েছে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে ৩৮ লাখের বেশি। ফেইসবুকের ডাউনলোড সেখানে ছিল ৩৫ লাখের কোটায়।
যুক্তরাষ্ট্রে প্রতি বছরের হিসেবে টিকটকের ডাউনলোড প্রবৃদ্ধি ২৩৭ শতাংশ। গত বছর বা ২০১৭ সালে ডাউনলোডের পরিমাণ ছিল ১১ লাখ ৩০ হাজার।
বেশকিছু ফিল্টার ও ফিচার আনার ফলেই তরুণরা টিকটকের দিকে ঝুঁকেছে বলে বলছেন অনেকেই।
গবেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার অ্যাপ গবেষকদের মতে, ডাউনলোডের দিক থেকে টিকটক উপরের দিকে থাকলেও অন্যের সঙ্গে সম্পৃক্ততার দিক থেকে পিছিয়ে আছে।
প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে দাবি করা হয়, টিকটকের সম্পৃক্ততার হার কম। এটি মাত্র ২৯ শতাংশ। অন্যদিকে ফেইসবুকের ৯৬, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের সম্পৃক্ততার এই হার ৯৫ শতাংশ।
গত জুনে টিকটক জানিয়েছিল, দেড়শোর বেশি দেশে তাদের অ্যাপটির ব্যবহারকারী রয়েছেন।
বর্তমানে অ্যাপটির ডাউনলোডের পরিমাণ ১০ কোটির বেশি।
টিকটক জনপ্রিয়তা পাওয়ায় এখন বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপের তকমা পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য সাত হাজার ৫০০ কোটি ডলার।
টেকক্র্যাঞ্চ অবলম্বনে ইএইচ/নভে০৩/২০১৮/১৯৫৫