![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২ নভেম্বর ছিলো বলিউড বাদশা শাহরুখ খানের ৫৩তম জন্মদিন। এ উপলক্ষে মুক্তি পায় তার নতুন ছবি ‘জিরো’র ট্রেইলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারটি ইউটিউবে ছাড়ার পর তা এ পর্যন্ত দেখা হয়েছে চার কোটিরও বেশি বার।
ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই মজার কিছু মিম ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া সাইট টুইটারে।
উপরের মিমটিতে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে অ্যাপল ভক্তদের কাল্পনিক কথোপকথনে ছবিটির একটি ডায়ালগ জুড়ে দেওয়া হয়।
সেখানে টিম কুক বলছেন, এই যে আরও দামি একটি আইফোন। গত বছরের সব ফিচারই এতে আছে।
অ্যাপল ভক্ত বলছেন, আমার লাগবে। ছবির একটি ডায়ালগে শাহরুখকে এ কথাটিই বলতে শোনা যায়।
ছবির আরেকটি দৃশ্যে ক্যাটরিনাকে আঙ্গুল তুলে আউট বলতে শোনা যায়। এ দৃশ্যটি নিয়েও একটি মিম তৈরি করা হয়। মিমে লেখা হয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামের দৃশ্য।
অন্য এক দৃশ্যে ছবির ছবির আরেক অভিনেত্রী আনুশকা বলেন, তোমার মতো অনেক পাওয়া যাবে।
এই ডায়ালগকে ঘিরে তৈরি এক মিমে লেখা হয়, যখন সে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় আর তুমি বলো, তোমার মতো অনেক পাওয়া যাবে।
গত সেপ্টেম্বরের ২৮ তারিখ মুক্তি পায় আনুশকা অভিনীত ‘সুইঁ ধাগা’ ছবিটি। সেই ছবিতে থাকা আনুশকার একটি দৃশ্য ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল ছবিটি এডিট করে শাহরুখের একটি দৃশ্যে বসানো হয়। ক্যাপশনে লেখা হয়, মিল পাওয়া গেছে।
শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। ছবির বেশ কিছু অংশে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। এই ছবিতেই তাকে শেষবারের মতো রূপালি পর্দায় দেখা যাবে।
ভিডিওটি দেখুন
এজেড/ নভে ৩/ ২০১৮/ ১৭৩৫