Samsung IM Campaign_Oct’20

বিইউপিতে বসছে আইইইই ফেস্ট

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আগামী সোমবার অনুষ্ঠিত হবে ‘আইইইই ব্রাঞ্চ ফেস্ট ২০১৮’।

প্রকোশলীদের আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) সহযোগীতায় উৎসবটির আয়োজন করেছে বিইউপি আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ।

আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিকম ভিত্তিক নিউজ পোর্টাল টেকশহর ডটকম

আয়োজনে ইথিক্যাল কেস, টেক কুইজ, পোস্টার প্রদর্শন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনারের পাশাপাশি নেটওয়ার্কিং সেকশন থাকবে এতে।

আয়োজকরা জানায়, আয়োজনে ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদুল বারী।

এতে সহযোগী হিসেবে রয়েছে সীমান্ত ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ফেইসবুকের এই ইভেন্ট পেইজে।

টিএ/ইএইচ/নভে০১/২০১৮/১৯৩৫

*

*