![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আন্তর্জাতিক কল পরিচালনায় আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হচ্ছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানের কোম্পানিকে।
সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে এসে এলআর টেলিকম নতুন এ লাইসেন্স পাচ্ছে।
তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানের কোম্পানিটি মাস দুয়েক আগে হঠাৎ করে আন্তর্জাতিক কল পরিচালনার সেবা দিতে বিটিআরসির কাছে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স পেতে আবেদন করে।
এর পর ১৯ সেপ্টেম্বর আগ্রহী কোম্পানির কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন আহবান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নির্ধারিত সময়ের মধ্যে এলআর টেলিকমসনহ ১৪ কোম্পানি লাইসেন্স পেতে আবেদন করে। এগুলাে যাচাই বাছাই শেষে কমিশন শুধু এলআর টেলিকমের নাম প্রস্তাব করে।
চলতি সপ্তাহে টেলিযোগাযোগ মন্ত্রণালয় তা অনুমোদন করে বিটিআরসিতে ফেরত পাঠায়।
এখন যে কোনো সময় এলআর টেলিকমকে লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছে সূত্র।
বিজিএমইএ সভাপতি হয়েও সিদ্দুকুর রহমানের টেলিকম ব্যবসায় আসার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে এ খাতে বেশ আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, নতুন ব্যবসায় নামার চিন্তা থেকেই আইজিডব্লিউ সেবা দিতে লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
২০০৮ সালে বিটিআরসি প্রথম আইজিডব্লিউর লাইসন্সে দেয়। সে সময় সব মিলে চারটি লাইসেন্স দেওয়া হলেও ২০১২ সালে এসে আরও ২৫ নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়।
এলআর টেলিকমের লাইসেন্সের মেয়াদ হবে ১৫ বছর। লাইসেন্স ফি ১৫ কোটি টাকা। একই সঙ্গে বার্ষিক ফি দিতে হবে সাড়ে সাত কোটি টাকা করে।
বর্তমানে ২৩টি আইজিডব্লিউ প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। আর লাইসেন্স নেওয়ার পর ব্যবসা পরিচালনা করতে না পারায় নবায়ন ও অন্যান্য ফি দিতে পারেনি ছয়টি কোম্পানি। বিটিআরসি পর্যায়ক্রমে এগুলোর লাইসেন্স স্থগিত করে।
বাজার যাচাই না করে অতিরিক্ত লাইসেন্স দেওয়ায় ব্যবসা নিয়ে সমস্যায় পড়ার অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে আইজিডব্লিউ অপারেটরগুলো।
অতিরিক্ত লাইসেন্স দেওয়ায় এ খাত থেকে সরকারের আয়ও কমতে থাকে। এক সময় দিনে সাড়ে ১২ কোটি মিনিটের কল এখন নেমে এসেছে সাড়ে চার কোটি মিনিটে।
এর মধ্যে সব আইজিডব্লিউ জোট বেধে বিদেশ থেকে প্রতি মিনিটের কল দেশে আসার জন্য নির্ধারিত রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করেছে। এতে বৈধ প্রক্রিয়ায় কল আসা কমে যাওয়ায় সরকারের রাজস্ব কমেছে।
এসজেড/আরআর/অক্টো ৩১/২০১৮/০২০৭
আরো পড়ুন ঃ- স্কাইপে কল রেকর্ড করার কৌশল