![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্যারিয়ার সম্পর্কে তরুণদেরকে সঠিক গাইডলাইন দিতে ক্যারিয়ার কন নামে একটি কনফারেন্সের আয়োজন করছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।
আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য ক্যারিয়ার কনে যোগ দেবেন দেশসেরা প্রফেশনালরা। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে ক্যারিয়ার সম্পর্কিত ১০ টি সেমিনার ও দুটি ওয়ার্কশপ।
কনফারেন্সের বিষয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, চাকরির বর্তমান ও ভবিষ্যৎ বাজার কেমন হবে এবং নিজেকে কীভাবে প্রস্তুত হতে হবে এই সব বিষয়ে হাতে কলমে জানানো হবে এই কনফারেন্সে।
কনফারেন্সটিতে অংশ নিতে রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে এই ঠিকানায়।কনফারেন্সটির আয়োজন করা হয়েছে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে। চলবে সকাল ১০টা থেকে ৬ টা পর্যন্ত।
এই আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং ও পার্টনার হিসেবে থাকছে বিডিজবস, ট্রাই ল্যাবস, ই-সফট ট্রেইনিং, ড্রিমার্স ল্যাব, রাইজ আপ ল্যাবস, ফ্লো ডিজিটাল ও জাগো নিউজ ২৪ ডটকম।
এজেড/ অক্টো ৩০/ ২০১৮/ ১৮০৫