![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : গুগলের পিক্সেল ৩ এক্সএলে একটি নচ থাকলেও অনেকেই দুইটি নচ দেখতে পাচ্ছেন।
সম্প্রতি গ্রাহকরা অভিযোগ করেন, ডিসপ্লের উপরে থাকা নচের পাশাপাশি ডান পাশে আরেকটি ভার্চুয়াল নচ দেখা যাচ্ছে।
সফটওয়্যার জনিত ত্রুটির জন্য সমস্যাটি হয়েছে। তবে ডিভাইসটি বন্ধ করে চালু করলে ভার্চুয়াল নচ সরে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পিক্সেল ব্যবহারকারী ডিভাইসে বাড়তি নচের স্ক্রিনশট প্রকাশ করেন। পরবর্তীতে বিষয়টি গুগলের নজরে এলে প্রতিষ্ঠানটি জানায়, অনেক গ্রাহকের কাছে আমরা ভার্চুয়াল বাড়তি নচ দেখার অভিযোগ পেয়েছি। সমস্যাটি সমাধানে কাজ চলছে। দ্রুতই সফটওয়্যার জনিত এই ত্রুটি সরিয়ে ওএস আপডেট আনা হবে।
চলতি মাসের ৯ তারিখ নতুন পিক্সেল ফোন বাজারে আনে গুগল। পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল নামে ফোন দুইটিতে অতিরিক্ত বেজেল থাকার কারণে তেমন জনপ্রিয়তা পায়নি।
গিজমো চায়না অবলম্বনে টিএ/ইএইচ/অক্টো৩০/২০১৮/১৫২৪
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০১৯ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি