![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ক্যাম্পাস প্রযুক্তি উৎসব।
রোববার শুরু হওয়া দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।
এই সময় তিনি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, এক্সেল টেকনোলজিস এর পরিচালক বিরেন্দ্রনাথ অধিকারী, ডিইউআইটিএসের সভাপতি সাদেকুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আবদুল্লাহ আল ইমরানসহ আরও অনেকেই।
ডিইউআইটিএসের সাধারণ সম্পাদক আসমা আক্তার ইতি জানান, উৎসবে প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নিয়েছেন। গেইমিং প্রতিযোগিতায় কাউন্টার স্ট্রাইকার, নিড ফর স্পিড ও ফিফা ১৮ খেলতে অনেক গেইমার অংশগ্রহণ করেন।
এবারের উৎসবের প্রধান সহযোগী ছিল মোবাইল অপারেটর রবি আজিয়াটা এবং অন্যতম সহযোগী ছিল সরকারের বিডিরেন প্রকল্প ও ফ্লোরা লিমিটেড।
এজেড/অক্টো২৯/২০১৮/২২০০