রুপালী পর্দার স্বপ্ন ছড়িয়ে দিতে চায় মুভিওয়ালা

Sahadat Zaman Saikat-Moviewala-TechShohor

ফেইসবুকভিত্তিক ব্যবসা শুরুর দ্বিতীয় মাসেই বাজিমাত করেছে মুভিওয়ালা। প্রথম মাসের চেয়ে আয় বেড়েছে আটগুণ। স্বল্পতম সময়ে দেশের একমাত্র মুভি সরবরাহের ব্যতিক্রমী এ উদ্যোগ নজর কেড়েছে চলচ্চিত্রপ্রেমীদের। বিস্তারিত জানাচ্ছেন তুহিন মাহমুদ

উদ্যোগের শুরু
রংপুরের ছেলে শাহাদাত জামান সৈকত। বর্তমানে ঢাকায় ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে বিএসসি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। অবসরে সিনেমা দেখার শখ তার। নতুন তথ্যের খবরে মাঝে মধ্যে ফেইসবুকের বিভিন্ন মুভি সম্পর্কিত গ্রুপে ঢু মারতেন।

Sahadat Zaman Saikat-Moviewala-TechShohor

Techshohor Youtube

গ্রুপের আড্ডা থেকে তার ধারণা জন্মায় ঢাকার বাইরের মুভিপ্রেমীদের অনেকের সংগ্রহশালা তেমন সমৃদ্ধ নয়। তখন হঠাৎ করেই একদিন মাথায় আসে সবার চাহিদামতো মুভি সরবরাহের বিষয়টি। অনেকটা পাড়া মহল্লার ভিডিও ভাড়া দেওয়ার দোকানের মতো। তবে তিনি কাজটি করতে চাইলেন অনলাইনে। এতে মুভিপ্রেমীরা যেমন উপকৃত হবে, তেমনি বিনিময়ে কিছু আর্থিক লাভও হবে।

Masud Bin Latif-Moviewala-TechShohorভাবনাটি বেশি দিনের নয়। থেমে না থেকে কাজে নেমে পড়লেন সৈকত। চিন্তা করে দেখেন আপাতভাবে ফেইসবুকের মাধ্যমেই এটি করা সম্ভব। তার আইডিয়ার কথা শেয়ার করেন হোস্টেলের পাশের রুমের শরিফুল ইসলাম মাসুদের সঙ্গে। রাজি হয়ে যান তিনিও।

মুভিওয়ালার যাত্রা
কয়েক দিনের ভাবনা চিন্তা শেষে চলতি বছরের ১১ এপ্রিল পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়েন তারা। ‘মুভিওয়ালা’ নামে ফেইসবুক পেইজ খোলেন। উদ্বোধন উপলক্ষে ১৫টি এইচডি সিনেমা মাত্র ১০০ টাকায় সরবরাহের ঘোষণা দেন। মাত্র তিন দিনের মাথায় অর্ডার পেয়ে সরবরাহও করে ফেলেন তিনি।

এরপর নতুন উদ্যোমে এগিয়ে যেতে থাকে নতুন এ উদ্যোগ। আগপাছ না ভেবে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

বিদেশি সিনেমাতেই বাজিমাত
দু’জনের প্রচেষ্টায় মুভিওয়ালার পরিচিতি এখন বাড়ছে। মাসুদ সরবরাহের দিকটি ও সৈকত গ্রাহক সেবার বিষয়গুলো দেখেন। কপিরাইটের কথা ভেবে ও দেশের শিল্পকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশের কোনও নাটক, সিনেমা কিংবা গান সরবরাহ করে না মুভিওয়ালা।

প্রথম মাসে চার হাজার টাকার ডিভিডি সরবরাহ করেন। কিন্তু অবিশ্বাস্যভাবে দ্বিতীয় মাসে ৩০ হাজারের অধিক টাকার ডিভিডি বিক্রি হয়েছে। তরুণ এ উদ্যোক্তারা জানান, ঢাকার ভেতরে কোনও চার্জ ছাড়াই মুভি সরবরাহ করেন তারা।

অন্যদিকে ঢাকার বাইরে কুরিয়ার চার্জ বাবদ ৩০ টাকা নেন। আইএমডিবি রেটিংয়ের শীর্ষে থাকা প্রায় সকল মুভিই পাওয়া যায় মুভিওয়ালায়।

প্রচারণা
প্রচারণার ক্ষেত্রে ফেইসবুক ও গ্রাহকদের ওপরেই নির্ভর করে মুভিওয়ালা। যারা মুভিওয়ালার সেবা গ্রহণ করেন তাদেরকে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিতে অনুরোধ করা হয়। এর মাধ্যমে ওই গ্রাহকের মাধ্যমে আরও নতুন গ্রাহক পান তারা।

Moviewala banner-2-TechShohor

এ ছাড়া ফেইসবুক পেইজে নিয়মিত পোস্ট করার পাশাপাশি বিভিন্ন প্রমোশনাল অফারও থাকে। যেমন ৪০০ টাকায় ১৫টি থ্রিডি মুভি কিনলে এনভিদিয়া থ্রিডি গ্লাস কিংবা অ্যান্টিভাইরাস বিনামূল্যে দেওয়া হয়। বর্তমানে এক হাজার টাকার মুভি কিনলে ৮ গিগাবাইট পেনড্রাইভ দেওয়া হচ্ছে।

আগামীর পরিকল্পনা
আগামীতে মুভিওয়ালার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এ সেবা দিতে চান সৈকত ও মাসুদ। দেশের অন্যতম ই-কমার্স সাইট হিসেবে মুভিওয়ালাকে প্রতিষ্ঠিত করতে চান তারা।

Moviewala banner-TechShohor

নতুনদের জন্য পরামর্শ
যে কোনও ব্যবসা শুরুর আগে সেটির সম্ভাব্যতা যাচাইকে নতুনদের জন্য প্রথম পরামর্শ হিসাবে উল্লেখ করেছেন সৈকত। তিনি বলেন, ভালোভাবে জেনে শুনে মাঠে নামতে হবে। নানা প্রতিবন্ধকতা আসলে সেটি কাটিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পণ্যের মানের পাশাপাশি গ্রাহক সেবার বিষয়টি অপরিহার্যভাবে মেনে চলতে হবে বলে মনে করেন তিনি।

যোগাযোগ
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/moviewalabd
মোবাইল : ০১৬১২৪৬২৩৩৪

২ টি মতামত

  1. anonymous said:

    এটা পাইরেসি ছাড়া আর কিছু নয়। আর আপনারা এটাকে একটা ব্যবসায়িক উদ্যোগ বলছেন, তার প্রচারণা করছেন?
    এরকম সস্তা পাইরেসি আইডিয়াকে উৎসাহ না দিয়ে সত্যিকারের কোন উদ্যোগের খোঁজ করুন। ফেইসবুকের মাধ্যমে অনেক তরুণ অনেক দারুণ কাজ করছে, তাদের কথা বলুন।
    বাংলাদেশী টেকনোলোজি ব্লগ হিসেবে নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখতে চাইলে এরকম পোস্ট আশা করি আর করবেন না।
    আর এই পোস্ট সরিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে।

  2. Robertmed said:

    Achat Kamagra 100mg
    Use lines inside your photos to lead the attention by way of a make up. Fences, streams, buildings, streets, railroad tracks or trees and shrubs can all work to draw the eyes in the direction of certain functions in the photograph, almost like an arrow or course for that eyes to follow. Try and incorporate these traits wisely for better general compositions.
    Cialis Kaufen Paypal
    Before getting pregnant, it is wise to go to your medical professional. It is possible to make sure you are in exceptional overall health, and they can also give you some advice that will help you. They can advise you when you ought to be ovulating, and some nutritional vitamins that you ought to be using.
    Cialis Senza Ricetta Svizzera
    For those who have specimen plants and flowers which need warmer environment areas than the rest of your backyard, it is possible to develop a perfect room for them inside your standard garden! Just build a shelter having a south experiencing wall structure that will be a solar power collector, soaking up warmth from the time and issuing it at night, thus providing your specimen plants with all the ideal atmosphere!
    Acquisto Levitra 10 Mg

*

*

আরও পড়ুন