![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দারাজের প্যারেন্ট কোম্পানি আলিবাবা প্রতি বছর ১১ নভেম্বর বিক্রয় ইভেন্টের আয়োজন করে থাকে। ইভেন্টটির নাম ইলেভেন ইলেভেন (১১.১১)।
গত ১০ বছর ধরে চলা বিশ্বব্যাপী এই ইভেন্টে এবার বাংলাদেশি ক্রেতারাও অংশ নিতে পারবেন। আগামী ১১ নভেম্বর এক দিনের জন্য ইভেন্টটির আয়োজন করা হবে।
দারাজ অ্যাপ বাংলাদেশের মাধ্যমে গ্রাহকরা এই মেগা সেল ইভেন্টে সাড়ে ৩ লাখেরও বেশি পণ্য থেকে নিজের পছন্দের পণ্য নির্বাচন করতে পারবেন।
এ বিষয়ে দারাজ বাংলাদশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে বিশাল এই ১১.১১ ক্যাম্পেইনে শপিং অভিজ্ঞতা হবে সত্যিই অসাধারণ।
এজেড/ অক্টো ২৫/ ২০১৮/ ১৭৪৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি