টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ফ্রিল্যান্সারদের জন্য উন্মোচন করা হয়েছে দেশীয় আউটসোর্সিং প্ল্যাটফর্ম কাজকি ডটকম।
বাংলা ভাষায় তৈরি প্ল্যাটফর্মটিতে দেশের ফ্রিল্যান্সাররা খণ্ডকালীন কাজ করতে পারবেন। ওয়েবসাইট ডিজাইন, টুডি, থ্রিডি অ্যানিমেশন ও ভিডিও তৈরিসহ নানান ধরণের কাজ খুঁজে পাওয়া যাবে প্লাটফর্মটিতে।
কাজকি ডটকমের উদ্যোক্তা সাব্বির আহমেদ বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর পক্ষে শুরুতেই অনেক টাকা খরচ করে ভিডিও বা ওয়েবসাইট রিলেটেড ক্রিয়েটিভ কাজগুলো করানো সম্ভব হয় না সবসময়। অন্যদিকে বাংলাদেশে ফ্রিল্যান্সাদের সংখ্যাও কিন্তু নেহাত কম না। এই দুই পক্ষের কথা মাথায় রেখেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
alhamdulillah it could be a great opportunity for Bangladeshi freelancers.