![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : শিশু-কিশোরদের মধ্যে রোবটিক্সকে জনপ্রিয় করার লক্ষ্যে রোবট অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও)। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এর আয়োজন করা হয়েছে।
এই প্রতিযোগিতায় নির্বাচিতদেরকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হবে।
৭ থেকে ১৮ বছরের শিশু-কিশোররা এতে অংশ নিতে পারবে। মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি ইত্যাদি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের পাশাপাশি প্রতিযোগিতায় প্রথম তিন বিজয়ীর জন্য থাকবে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল। এছাড়াও, অন্যান্য আর্থিক বা সমমানের পুরস্কার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে এই অলিম্পিয়াড আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
প্রতিযোগিতায় সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
টিএ/এজেড/ অক্টো ২৪/২০১৮/১৬০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি