Techno Header Top and Before feature image

কেন ব্লক ছিল মাস্কের টুইটার!

টেসলা প্রধান ইলন মাস্ক। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেসলা প্রধান এলোন মাস্কের অ্যাকাউন্ট ব্লক করেছিল টুইটার। কিন্তু কেন ব্লক করেছিল তার কোন কারণ জানায়নি প্রতিষ্ঠানটি।

অ্যাকাউন্ট ফিরে পাবার পর বিভিন্ন সময় নানা ধরনের মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া মাস্ক এক পোস্টে বলেন, টুইটার ভেবেছে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং লক করেছে, হা হা।

এটি তিনি লিখেছেন সোমবার। তবে তার আগে বেশ কয়েকটি অস্বাভাবিক ও ‘বিদ্বেষপূর্ণ’ পোস্ট করা হয় মাস্কের অ্যাকাউন্ট থেকে।

ওই পোস্টের এক ঘণ্টা আগেও টেসলা ও স্পেসএক্সের প্রধান আরেকটি টুইটে তার ‘এনিমে’ বা নকল ভালোবাসার কথা জানান।

এর কয়েক মিনিট পরেই আরেকটি পোস্টে জাপানি ভাষার একটি গালি দেখা যায়।

এসব কিছু টুইটার কর্তৃপক্ষের নজরে আসলে সাময়িকভাবে মাস্কের অ্যাকাউন্ট ব্লক করে দেয়।

তবে মাস্ক দাবি করছে, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ভেবেই ব্লক করেছিল টুইটার। তবে আসলেই কী কারণে ব্লক করা হয়েছিল তা জানা যায়নি। আবার ব্লক করে কত সময় রাখা হয়েছিল, কখন খুলে দেওয়া হয়েছে তারও বিস্তারিত কোন কারণ বলেনি টুইটার বা এলোন মাস্ক।

ইএইচ/অক্টো২৩/২০১৮/২২১০

*

*

আরও পড়ুন