স্ন্যাপচ্যাট নয়, কিশোরদের বেশি আগ্রহ ইনস্টাগ্রামে

snapchat-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে ফেইসবুকের ব্যবহারকারী সংখ্যা সবচেয়ে বেশি হলেও কিশোর বয়সীদের কাছে সাইটটির জনপ্রিয়তা বেশ কম।

তাদের অনেকের কাছেই  ২৪ ঘণ্টায় পোস্ট মুছে ফেলার ফিচার সম্বলিত অ্যাপগুলোর জনপ্রিয়তা বেশি।

কিশোর বয়সীরা এতোদিন স্ন্যাপচ্যাট অ্যাপটাই সবচেয়ে বেশি ব্যবহার করতো। এবার অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম পিটার জফরির এক গবেষণা জরিপে দেখা গেছে স্ন্যাপচ্যাট  নয় ইনস্টাগ্রামের ব্যবহারকারী সংখ্যাই বেশি।

Techshohor Youtube

জরিপের ফলাফল অনুযায়ী, ৮৫ শতাংশ কিশোর বয়সী ছেলে-মেয়ে মাসে অন্তত একবার ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে, স্ন্যাপচ্যাট ব্যবহার করে ৮৪ শতাংশ, টুইটার ব্যবহার করে ৪৭ শতাংশ আর ফেইসবুক ব্যবহার করে ৩৬ শতাংশ।

chart-techshohorজরিপের ফলাফল। ছবি : পিপার জফরি

তবে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে পিছিয়ে থাকলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি স্ন্যাপচ্যাটের। প্রায় ৪৬ শতাংশ কিশোর-কিশোরী জানিয়েছে তাদের পছন্দের শীর্ষে রয়েছে স্ন্যাপচ্যাট। ৩৫ শতাংশ জানিয়েছে, পছন্দের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইনস্টাগ্রাম। জনপ্রিয়তার দিক দিয়ে ফেইসবুক রয়েছে টুইটারেরও পেছনে। কিশোর কিশোরীদের মধ্যে মাত্র ৫ শতাংশ জানিয়েছে ফেইসবুক তাদের পছন্দের অ্যাপ।

১৫ বছর বয়সী মাত্র ২৮ শতাংশ কিশোর কিশোরী ফেইসবুক ব্যবহার করার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৬০০ কিশোর কিশোরীর ওপর জরিপ চালিয়ে এসব তথ্য পাওয়া যায়। জরিপে অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ১৬ বছর।

জরিপের তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম এখন তাদের অ্যাপে বিভিন্ন ধরণের ব্র্যান্ডের প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি এই ব্র্যান্ডগুলো থেকে ব্যবহারকারীদেরকে পণ্য কেনারও সুযোগ করে দিচ্ছে। এ কারণে অ্যাপটিতে ব্যবহারকারীরা বেশি সময় ব্যয় করছেন।

ইয়াহু নিউজ অবলম্বনে এজেড/ অক্টো ২৩/ ২০১৮/ ১২৪০

*

*

আরও পড়ুন