![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাইবার নিরাপত্তায় সচেতনতা তৈরিতে কর্মশালা করেছে ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টার।
শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনার্ভিসিটির মূল ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচক ছিলেন ঢাকা মেট্রাপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সৈয়দ নাসিরুল্লাহ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ই-গভ সার্টের ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট মো. বাহাউদ্দিন পলাশ।
আলোচকরা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে সাইবার অপরাধের ধরন, কিভাবে নিরাপদ থাকা যায় এবং কেউ আক্রান্ত হলে কিভাবে প্রয়োজনীয় আইনি সহায়তা নেয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা জানান, সাইবার অপরাধ থেকে বাঁচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে ব্যক্তিগত সচেতনতা এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। আক্রান্ত হলে প্রথম পদক্ষেপ হচ্ছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সঠিক উপায়ে আইনগত সহায়তা চাওয়া।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মো. নাদির বিন আলী, মো. আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দিন, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. নাসির ফিরোজসহ আরও অনেকেই।
ইএইচ/অক্টো২১/২০১৮/১৮০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি