Techno Header Top and Before feature image

অনলাইনে সুরক্ষা কর্মসূচীর আওতায় ২ লাখ শিশু

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চালুর এক মাসের মধ্যে অনলাইনে শিশুদের সুরক্ষার কর্মসূচী দুই লাখ শিশুর কাছে পৌঁছে গেছে।

‘বি স্মার্ট ইউজ হার্ট’ নামের সচেতনতার এই কর্মসূচী করছে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও জাতিসংঘের শিশুদের সুরক্ষার সংস্থা ইউনিসেফ।

 কর্মসূচীর লক্ষ্য চলতে বছরের মধ্যে ১১ থেকে ১৬ বছর বয়স্ক চার লাখ শিশু-কিশোর এবং ৫০ হাজার অভিভাবক ও শিক্ষককে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতন করে তোলা।

এটি সফল করতে দেশব্যাপী কর্মসূচীর অধীনে স্কুলগুলোতে নিরাপদে ডিজিটাল শিক্ষা লাভের উপায় নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এছাড়াও চাইল্ড হেলপলাইন (১০৯৮) এ নিরাপদে ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে। যেখানে ফোন করে শিশু এবং তাদের অভিভাবকরা এ সংক্রান্ত পরামর্শ ও সহায়তা পেতে পারে।

কর্মসূচী নিয়ে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, তরুণ প্রজন্মকে নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলা শেখানোটা আমাদের দায়িত্ব এবং আমাদের চাইল্ড অনলাইন সেফটি কর্মসূচী সে রকম একটি উদ্যােগ।

গ্রামীণফোন ২০১৪ সাল থেকে শিশুদের মাঝে নিরাপদ ইন্টারনেট বিষয়ক সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে এবং গত বছর পর্যন্ত দেশব্যাপী এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

ইএইচ/অক্টো১৫/২০১৮/১৯১০

*

*

আরও পড়ুন