![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : রাজধানী ঢাকায় চলাচলের সময় অনেকেই ভুলে যান কোন বাস কোথায় যাবে। অন্যান্য শহর থেকে যারা আসেন তাদেরও জানা থাকে না বাস চলাচলের রুট।
তাই অনেক সময় ভুল করে অন্য বাসে উঠে পোহাতে হয় চরম ভোগান্তি। নষ্ট হয় মূল্যবান সময়। যদি আগেভাগে জানা যায় কোন রুটে কোন বাস যায় তাহলে এই ঝামেলা থেকে মুক্তি মিলবে। ডিজিটাল এই যুগে কারো সাহায্য ছাড়াই স্মার্টফোনে জেনে নেয়া যাবে ঢাকার কোন বাস কোথায় যায়। এ জন্য ফোনে ইন্সটল করে নিতে হবে ঢাকা সিটি বাস রুট নামে একটি অ্যাপ।
এক নজরে অ্যাপটির ফিচার সমূহ
১. এই অ্যাপ দিয়ে জানতে পারবেন ঢাকা শহরের এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব কতটুকু। কোথায় কোথায় বাস দাঁড়ায়, কোন বাস কোন রুট বা পথ দিয়ে যায়।
২. অ্যাপটিতে প্রয়োজনীয় স্থানগুলো বুকমার্ক করে রাখা যাবে। ফলে কষ্ট করে একই স্থান আবার খুঁজতে হবে না।
৩. এতে আছে ঢাকা শহরের প্রায় সব বাসের নাম ও তাদের রুটের বিবরণ।
৪. অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর।
৫. অফলাইনেও কাজ করবে অ্যাপটি। তাই ইন্সটলের পর ইন্টারনেট সংযোগ ছাড়াও অ্যাপটি ব্যবহার করা যাবে।
গুগল প্লে স্টোরে ৪.০ রেটিং প্রাপ্ত অ্যাপটি ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
তুসিন আহমেদ
আরো পড়ুন:
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি