![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এসার ল্যাপটপের নির্দিষ্ট একটি মডেলে গিফট অফারের ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি)।
অফারের আওতায় এসার ই৫-৫৭৬ মডেলের কোর আই থ্রি ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন একটি ওয়ালেট। ইন্টেল ৭ম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন ল্যাপটপটিতে রয়েছে ২.৭ গিগাহার্জ প্রসেসর ক্লক স্পিড।
এতে আরও রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে, ১ টেরাবাইট হার্ডড্রাইভ ও ৪ জিবি ১৬০০ মেগাহার্জ ডিডিআর ফোর র্যাম।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ৩৫ হাজার টাকা।
এজেড/ অক্টো ৭/২০১৮/১৬৫৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি