![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ব্র্যান্ড টেকনো তাদের প্রথম ফুল নচ ডিসপ্লের ফোন বাজারে আনছে।
জনপ্রিয় ক্যামন এআই সিরিজ নামে আসছে নচযুক্ত দুটি মডেলের স্মার্টফোন। ফুল নচ ডিসপ্লের ফোনটির ছবি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেছে টেকনো।
প্রতিষ্ঠানটি তাদের টেকনো স্মার্টফোনের অফিসিয়াল ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে ফোনটি আসার খবর জানিয়েছে। দুটি আলাদা সংস্করণে আসবে স্মার্টফোনগুলো। স্মার্টফোনগুলোর ফিচার হবে ক্যামন সিরিজের থেকে অনেকটা আপডেট।
টেকনো ভারতে ইতিমধ্যে ফুল নচ ডিসপ্লে যুক্ত তিনটি ক্যামন সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে।
তবে ফোনগুলোর দাম কেমন হবে, কি কি থাকবে তার কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
ইএইচ/অক্টো৬/২০১৮/২০১৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
আমি অনেক খুসি যে আমি TECNO TBP হিসেবে নচ ডিসপ্লে কাস্টমার দের প্রেজেন্ট করতে পারবো
great . take care.
সত্যি খুব খুশি লাগছে Tecno তে নচ Display এর ফোন আসছে এবং আমরা তা কাস্টমার এর কাছে সেল করতে পারবো
wow. great . Stay with us. take care.
অবশ্যই টেকনো ফুল নচ ডিসপ্লে প্রতি কাস্টমারে চাহিদা থাকবে । সুধু অপেক্ষার পালা।
Thanks a lot.