Techno Header Top and Before feature image

নকিয়ার ফোন পাচ্ছে অ্যান্ড্রয়েড পাই

nokia-x-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কয়েক মাস আগে গুগল তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম আপডেট অ্যান্ড্রয়েড ৯ পাই উন্মোচন করেছে।

উন্মোচনের পর প্রথমে গুগলের পিক্সেল ফোনে আপডেটটি দেয় প্রতিষ্ঠানটি। তারপর আরও কয়েকটি ব্র্যান্ডের ফোনে পাওয়া গেছে অ্যান্ড্রয়েড ৯ পাই।

এবার অপারেটিং সিস্টেমটি পেতে যাচ্ছে নকিয়ার ফোন। তবে প্রথম অবস্থাতেই নকিয়া ৭ অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট পেয়েছে।

এইচএমডি গ্লোবাল এবার গুগলের সঙ্গে কথা বলছে, তারা নকিয়ার কয়েকটি মডেলে আপডেটটি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার এইচএমডি গ্লোবাল নিশ্চিত করেছে, তাদের নকিয়া ৬.১ এবং ৬.১ প্লাস ৯ পাই আপডেট পাচ্ছে। এছাড়াও নকিয়া ৮ এবং নকিয়া ৮ সারোক্কো ফোন দুটিতে ৯ পাই পরীক্ষা করা হচ্ছে। এটি চলতি মাসে বা নভেম্বরেই পাবে ফোন দুটি।

এইচএমডি গ্লোবাল বলছে, অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেটগুলো অক্টোবর ও নভেম্বরে সিকিউরিটি প্যাথের সঙ্গে উন্মোচন করা হবে।

গিজচাইনা অবলম্বনে ইএইচ/অক্টো৫/২০১৮/১৪২০

*

*

আরও পড়ুন