![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোটি টাকার উপহার, ফ্রি ডেলিভারি, ব্যাপক মূল্যছাড়সহ বিভিন্ন আয়োজনে ১০ দিনের ই-কমার্স উৎসব শুরু হয়েছে।
দেশীয় ১০টি ই-কমার্স কোম্পানির অংশগ্রহণে ‘১০-১০ মেগা শপিং ফেস্টিভাল’ নামে এই উৎসব চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
আজকের ডিল, প্রিয়শপ, বাগডুম, রকমারি, পিকাবু, অথবা, হাংরিনাকি, সেবা এক্সওয়াইজেড, এনআরবি বাজার এবং খাস ফুডে চলবে এই উৎসব।
সোমবার প্রথম দিনেই ক্রেতাদের দারুণ সাড়া মিলছে বলে জানিয়েছে কোম্পানিগুলো। তারা এই উপলক্ষ্যে সাইটকে নতুন সাজে সাজিয়েছেনও।
অনলাইন শপিংকে জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে দেশীয় কোম্পানিগুলোর সম্মিলিতভাবে এই উৎসবের আয়োজন করেছে।
ক্রেতারা এখন সারাদেশে বিনামূল্যে যেকোনো পণ্য ডেলিভারি পাচ্ছেন। বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় রয়েছে।
এছাড়া মোবাইল পেমেন্টে অর্থ পরিশোধে পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা।
আর ১০ ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে লটারির মাধ্যমে ১০০ জন গ্রাহক পাবেন উপহার। এতে থাইল্যান্ডের রিটার্ন বিমান টিকিট, টিভি, স্মার্টফোনসহ নানান উপহার দেয়া হবে।
রয়েছে আরও চমক। এই ১০ দিন যেকোনো ১০ ক্রেতার ফরমায়েশের পণ্য নিয়ে দুয়ারে হাজির হবেন কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা।
দেশীয় ই-কমার্সের প্রতি ক্রেতার আস্থাকে মজবুত করতে এই ফেস্টিভাল। এটি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একত্রে প্রথম কোনো একটি আয়োজন।
আল-আমীন দেওয়ান