![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাপলওয়াচ বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে হুয়াওয়ে পিছিয়ে থাকতে চায় না। তাই বাজারে এবার নতুন স্মার্টওয়াচ আনতে যাচ্ছে হুয়াওয়ে।
ওয়াচ জিটি নামে ডিভাইসটি সম্পর্কে প্রতিষ্ঠানটি চুপ থাকলেও অনলাইনে ফাঁস হয়েছে নানা তথ্য।
ফোন বিষয়ক সংবাদ মাধ্যমে জিএসএমএরিনাতে প্রকাশিত এক খবরে জানা গেছে, ডিভাইসটিতে ১ দশমিক ৪ ইঞ্চির গোলাকার ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন ৪৫৪×৪৫৪ পিক্সেল। বেজেলসহ ডিভাইসটির পুরত্ব ৪৬.৪ এমএম। এই স্মার্টঘড়ির সাহায্যে হার্টবিট মনিটর, জিপিএস, কম্পাস ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। পানিরোধক সুবিধা থাকায় ঘড়িটি পরে সাঁতার কাটা যাবে।
এতে থাকবে ৪১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যা দিয়ে টানা ১৪ দিন ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে। তবে জিপিএস চালু থাকলে ২০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে।
ধারণা করা হচ্ছে, নভেম্বর ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। মূল্য হতে পারে ২৭৫ মার্কিন ডলার।
জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি