Techno Header Top and Before feature image

স্থির ছবিকে চলমান করবে যে অ‍্যাপ

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : সমুদ্রের পারে বেড়াতে গিয়ে আপনি নিজের ছবি তুললেন। কিন্তু ভিডিও করতে ভুলে গেলেন। বাসায় ফিরে মনে হল সমুদ্রের চলমান স্রোতগুলোর সঙ্গে আপনার একটি ভিডিও থাকলে ভালো হতো।

কিন্তু তা তো আর সম্ভব নয়। তবে চাইলে সমুদ্রের পারে আপনার স্থির ছবিকে চলমান করে তোলা সম্ভব যদি আপনার ফোনে স্টোরিজ ফটো মোশন অ‍্যাপটি থাকে। অ‍্যাপটি স্থির ছবিকে চলমান করে তোলে।

এক নজরে অ‍্যাপটির ফিচার সমূহ

অ‍্যাপটির মাধ‍্যমে যে কোনো স্থির ছবিকে মোশন বা চলমান ভিডিওতে পরিণত করবে।

অ‍্যাপটিতে ছবি সম্পাদন করার পর তা  ভিডিওয়ের পাশাপাশি জিআইএফ ফরম‍্যাটে ফোনে ইন্টারনাল মেমোরিতে সংরক্ষণ করা যাবে।

অ‍্যাপটির মাধ‍্যমে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ভিডিও বা ছবিটি শেয়ার করা যাবে।

চাইলে ব‍্যবহারকারীর রেজুলেশন নির্ধারণ করতে করে ছবিটি সম্পাদন করার পর সেইভ করতে পারবেন।

ফোনে থাকা ছবি কিংবা সরাসরি ছবি তুলেও তা এডিট করা যাবে।

এতে রয়েছে সার্চ সুবিধা। ফলে অনেকগুলো ছবির মধ‍্যে খুঁজে প্রয়োজনীয় ছবিটি পাওয়া যাবে।

অ‍্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর ও সহজে ব‍্যবহার করা যাবে।

অ‍্যাপটি ১ লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল‍্যে ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন