Techno Header Top and Before feature image

নকিয়ার নতুন ফোনের ছবি ফাঁস

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : আগামী মাসে ঘোষণা আসছে নকিয়ার নতুন ফোনের। ডিভাইসটির নাম হতে পারে নকিয়া এক্স৭ কিংবা ৭.১ প্লাস। ডিভাইসটি সম্পর্কে নানা গুঞ্জন শোনা যাচ্ছে অনলাইনে। এবার ফাঁস হলো ছবি।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম বাইডুতে ডিভাইসটির ছবি প্রকাশিত হয়। এতে দেখা যায়, ডিভাইসটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ। ক্যামেরার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও নকিয়ার লোগো। কপার ও সিলভার রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

অনলাইনে ফাঁস হওয়া তথ্য জানা যায়, ফোনটিতে থাকবে নচ ডিসপ্লে। অ্যাস্পেক্ট রেশিও ১৯:৯। ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ ব্যবহার করা হবে। এটি হবে নকিয়ার মিডরেঞ্জ সিরিজের ফোন।

আগামী মাসে ৪ তারিখ এক অনুষ্ঠানে ডিভাইসটির ঘোষণা দেবে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এইচএমডি। এই ডিভাইস ছাড়াও নকিয়া ৯ নামে একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। নকিয়ার ভক্তদের এখন অপেক্ষার পাল্লা শুরু।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন